বিপণন মৌজা
:: মোহাম্মদ খয়রুজ্জামান খসরু::
পৃথিবীর নৈঋত কোণে যদিও তুমি
ঈশানকোণে অমাবস্যাতিথি
অগ্নিকোণে অনিরাপদ মানবশিশু
বায়ূকোণে কালোমেঘের ছায়া
অনিরাপদ উত্তেজনাহেতু অফেরত খাম
বিপন্নের আঁধারে ঢাকা শালিমার বাগান
টাওয়ার প্যালেসে খুঁজি ফেলানী জীবন
না জীবন না যৌবন এক চিমটি ভাত
ভাতের লড়াইয়ে গৃহস্থালি
মানুষের ছুটে চলা লাঙলটানা দেহ
প্রাসাদ মর্মরে আঁকা আমার ক্ষুধা
ফ্যাশন শো নয় শাদা ভাতে
গামছাবাঁধা জীবন ।
১৩ আগস্ট ২০১৫ , লন্ডন ।
(২)
অভিযোগহীন দহন
::মোহাম্মদ খয়রুজ্জামান খসরু::
পাথুরি ব্যথার নুনছিটা জ্বালা
কভু অভিযোগ করিনি হে স্বামী
ললাটের লিখন বলে মেনেছি
যাতনা দাও, সইতে যেনো গো পারি ।
যে ফুল ফুটেনি ধরায় তাকে আর ব্যথা দিও না
রোরুদ্যমান পাথুরেও জল ঝরে
অব্যক্ত হৃদয় কান্না আর কেউ শোনেনি
তুমি তো শোন অহর্নিশি ।
সমুদ্রসম ব্যথার দিনাতিপাত
সব কষ্ট-সুখ ঝরে ঝুর-ঝুর
দহনে দহনে গড়ায় দিন- দুপুর
ফুল ও আমি কেউই অভিযোগ করিনি
এসব তোমারই উপহার।
২০ আগস্ট ২০১৫ , লন্ডন ।