অগ্রসর রিপোর্ট: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পারওয়ান প্রদেশের রাজধানী ছারিকারে একটি তেল ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়ার।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, নগরীর কাছের একটি এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। আঠালো জাতীয় পদার্থ দিয়ে একটি বোমা ওই তেলের ট্যাঙ্কারে লাগিয়ে দেয়ার পর এটির বিস্ফোরণ ঘটে। এতে পাশেই থাকা বাসেও আগুন ধরে যায়।
সূত্র জানায়, এতে এক নারীসহ ১৫ জন নিহত ও ৩০ জন আহত হয়। আহত অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।