রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন বলেছেন, মস্কোর দাবি পূরণ হলে এবং ইউক্রেন নিজেদের মধ্যে কামড়াকামড়ি বন্ধ করলে তারপর রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করবে।
পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে এক টেলিফোন আলাপে এই কথা বলেন বলে জানিয়েছে ক্রেমলিন।
পুতিন বলেন, ‘ মস্কোর দাবি পূরণ হলে এবং ইউক্রেন নিজেদের মধ্যে কামড়াকামড়ি বন্ধ করলে তারপর রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করবে। ’
রাশিয়া বারবার জোর দিয়ে বলেছে যে ইউক্রেনের উপর স্থল, আকাশ ও সমুদ্রে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে।
পুতিনের মতে, ইউক্রেনকে নাজিবাদ মুক্ত করা দরকার।রাশিয়ার নেতা পুতিন আবারো পুনর্ব্যক্ত করেছেন যে ইউক্রেন আক্রমণ পরিকল্পনা অনুযায়ী এবং সময়সূচি অনুযায়ী চলছে।
তবে পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান প্রত্যাশার চেয়ে কম অগ্রগতি হয়েছে।
পুতিন আশা প্রকাশ করেছেন যে, ইউক্রেন রাশিয়ার সাথে আলোচনায় আরো বেশি গঠনমূলক হবে।
এরদোগানের অফিস থেকে জারি করা এব বিবৃতিতে বলেন, তুরস্কের নেতা অবিলম্ভে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান। বিবিসি