অগ্রসর রিপোর্ট: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাসস্ট্যান্ড থেকে সাত হাজার ৮৩০টি ইয়াবা বড়িসহ আবুল কালাম (৩৭) নামের এক রোহিঙ্গা ও রফিকুল ইসলাম ওরফে রিজভী চৌধুরী (২০) নামের এক তরুণকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
শনিবার ফরিদপুর র্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে, শুক্রবার রাত ২টার দিকে দৌলতদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
র্যাব জানায়, আবুল কালাম বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১ এর মৃত বশির আহম্মেদের ছেলে ও রফিকুল ইসলাম ওরফে রিজভী চৌধুরী কক্সবাজার রামু উপজেলার মাহমুদুল হকের ছেলে।
র্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, শুক্রবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাত হাজার ৮৩০টি ইয়াবা বড়িসহ তাদের দুজনকে আটক করা হয়। আটক করা ইয়াবাগুলোর আনুমানিক দাম প্রায় ২৪ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছেন। তারা বেশ কিছুদিন ধরে বিশেষ কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীর গোয়ালন্দসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।