আজ শনিবার সকালে আগারগাও পাসপোর্ট অধিদফতরে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আগে প্রবাসীদের পাসপোর্ট পেতে ৩ থেকে ৬ মাস লেগে যেত। আমরা পাসপোর্ট তৈরির পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ দূতাবাসগুলোয় বিভিন্ন প্রক্রিয়ায় সমন্বয় করে প্রবাসীদের কাছে পাঠানো হতো। এখন আমরা আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ফেডেক্সের সঙ্গে চুক্তি করেছি। প্রবাসীদের পাসপোর্টগুলো এখন তিনদিনের মধ্যে নিজ নিজ দূতাবাসে চলে যাবে। সেখান থেকে তারা ৭ দিনের মধ্যে তা পেয়ে যাবেন।
জঙ্গি-সন্ত্রাসীদের হাতে কীভাবে পাসপোর্ট যায় এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জঙ্গিদের হাতে যাতে পাসপোর্ট না যায় সেজন্য এসবি ক্লিয়ারেন্স দরকার। জঙ্গি-সন্ত্রাসীরা যাতে পাসপোর্ট না পায় সে জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের হাত দিয়ে কোনো জঙ্গি-সন্ত্রাসী আর পাসপোর্ট পাবে না।
স্বাগত বক্তব্যে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাসুদ রেজওয়ান বলেন, বর্তমান সরকারের আমলে সারা দেশে ৬৪টি জেলায় ৭১টি পাসপোর্ট অফিস, বিদেশের ৬৫টি বাংলাদেশ মিশনে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), মেশিন রিডেবল ভিসা (এমআরভি), ভিসা উইং, ৭টি ভিসা সেল, অত্যাধুনিক ডেটা সেন্টার, একটি ডিজাস্টার রিকভারি সেন্টার, একটি পূর্ণাঙ্গ মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্টিং সেন্টার মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর ১ কোটি ৬৪ লাখ এমআরপি ও প্রায় সাড়ে ৪ লাখ এমআরভি প্রদান করেছে। এর মাধ্যমে অধিদপ্তর প্রায় ৮ হাজার কোটি টাকা রাজস্ব আয় করেছে।
উদ্বোধনী পর্ব শেষে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদফতরের শীর্ষ কর্মকর্তারা অধিদফতরের কার্যক্রম ঘুরে দেখেন।