অগ্রসর রিপোর্ট : আগামী ৪ জানুয়ারি শুরু হবে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা। আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
ইসরাত শারমিন জানান, সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত আবশ্যিক পরীক্ষাগুলো হবে। অন্যান্য বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
গত ৩ মে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন, যারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
প্রশাসনের বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৯০৩ জন নিয়োগ দেওয়া লক্ষ্যে গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। তাতে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন।
৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।