চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, চাঁদপুরে মেঘনায় মাছ ধরার কাজে ৪৬ হাজার ৬৫৪ জন জেলে নিয়োজিত রয়েছে। নিষেধাজ্ঞার সময় ৪১ হাজার ৪২ জন ইলিশ জেলে পরিবারকে ৪০ কেজি করে ৪ মাস চাল দেয়া হবে। ইতোমধ্যে জেলেদের মাঝে সচেতনতা বাড়ানোর জন্য মাইকিং, সমাবেশসহ বিভিন্ন ধরনের প্রচার চালানো হয়েছে।
তিনি বলেন, জেলেরা যাতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরতে না পারে সেজন্য কোস্টগার্ড, নৌ-পুলিশ ও জেলা টাস্কফোর্স নদীতে সবসময় টহল দিবে।
নিষেধাজ্ঞা অমান্যকারীর কারাদণ্ড, জাল পুড়িয়ে দেয়া ও ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড দেয়া হতে পারে বলে জানান তিনি।