আজ বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে জানা যায়, শূন্য ফলাফল প্রাপ্ত স্কুলের মধ্যে রয়েছে, ভানগামালিয়া জুনিয়র উচ্চ বিদ্যালয়, সদর, নীলফামারী। পরীক্ষার্থীর সংখ্যা-২জন। মারগোয়ান আদর্শ জুনিয়র স্কুল, খানসামা, দিনাজপুর। পরীক্ষার্থীর সংখ্যা-১জন।
ননদোয়ার জুনিয়র স্কুল, রানীশংকৈল, ঠাকুরগাও। পরীক্ষার্থীর সংখ্যা-২জন। গোলাহা কান্তমনি জুনিয়র স্কুল, পঞ্চগড় সদর, পঞ্চগড়। পরীক্ষার্থীর সংখ্যা-২জন। টেপরিগঞ্জ জুনিয়র গার্লস স্কুল, দেবীগঞ্জ, পঞ্চগড়। পরীক্ষার্থীর সংখ্যা-৪জন। বামন হাট জুনিয়র গার্লস উচ্চ বিদ্যালয়, বোদা, পঞ্চগড়। পরীক্ষার্থীর সংখ্যা-৭জন।
জেএসসিতে ঢাকার ১ হাজার ১২৯টি, রাজশাহীর ১ হাজার ৫১৭টি, কুমিল্লার ৩৪৮টি, যশোরের ৯৯৯টি, চট্টগ্রামের ১৯২টি, বরিশালের ৯১৯টি, সিলেটের ২৪৪টি, দিনাজপুরের বোর্ডের ৮৯৯টি এবং মাদ্রাসা বোর্ডের ৩ হাজার ২০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে।
২০১৫ সালের জেএসসি-জেডিসি পরীক্ষায় ৮ হাজার ৫৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছিল। আর ৪৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল। এবার পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৮৬৭টি বেড়েছে। আর সব শিক্ষার্থী ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি কমেছে।