অগ্রসর রিপোর্ট : আগামী ২৪ থেকে ৩০ নভেম্বর সময়কালে আয়কর সপ্তাহ পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর সংক্রান্ত সব ধরনের সেবা আরো সহজলভ্য করতে এবার প্রথমবারের মত এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়কর সপ্তাহ। চলমান করমেলায় যেসব সেবা দেয়া হচ্ছে, আয়কর সপ্তাহ চলাকালীন সময়ে সব কর অঞ্চলের করদাতাদের জন্য একই ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এবার ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ণ দাখিলের সমসয়সীমা বেঁধে দেওয়ার কারণে আয়কর সপ্তাহ পালনের উদ্যোগ নেয়া হয়েছে। যাতে করদাতারা বাড়তি সুযোগ-সুবিধার মধ্যেদিয়ে রিটার্ন দাখিলসহ আনুযঙ্গিক কার্যক্রম শেষ করতে পারেন। এদিকে আজ সোমবার সারাদেশে সপ্তাহব্যাপী চলমান আয়কর মেলার শেষ দিন ।
২৪ থেকে ৩০ নভেম্বর আয়কর সপ্তাহ পালন করবে এনবিআর
এ প্রসঙ্গে এনবিআর সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেন, এবার ৩০ নভেম্বরের পরে যেহেতু আর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হবে না। এ কারণে আমরা নির্ধারিত শেষ সময়ের আগেভাগে করদাতাদের বাড়তি সুযোগ সুবিধা দিতে চাই। এ লক্ষে মূলত আয়কর সপ্তাহ পালনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি জানান, দেশব্যাপী চলমান করমেলায় যে ধরনের সেবা দেওয়া হচ্ছে, আয়কর সপ্তাহ চলাকালীন সময়ে প্রত্যেক কর অঞ্চলের করদাতাদের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। একই ধরনের সেবা প্রদান করা হবে।
আব্দুর রাজ্জাক বলেন, প্রতিবারের ন্যায় এবারও করদাতাদের পক্ষ থেকে আয়কর মেলার সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে। তবে আমরা এবারও নির্ধারতি সময়ের মধ্যে মেলা শেষ করবো। কোন সময় বাড়ানো হচ্ছে না। তিনি বলেন, আয়কর মেলার সময় বাড়ানো না হলেও করদাতারা আয়কর সপ্তাহ চলাকালীন সময়ে সার্কেল অফিসে বসে কর সংক্রান্ত সব ধরনের সেবা সেখানে পাবেন।সুতরাং মেলার ন্যায় সমান সুযোগ-সুবিধা পেয়ে করদাতার খুশি হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সারাদেশে ৩১টি কর অঞ্চলের আওতাধীন মাঠপর্যায়ের ৬৪৯টি সার্কেল অফিসে আয়কর সপ্তাহ পালন করা হবে। এবার চলমান কর মেলায় একই ছাদের নিচে সব ধরণের কর সেবা পাচ্ছেন করদাতারা। রিটার্ন দাখিল, ই-টিন গ্রহণ, অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহণের মত সেবা সহজেই মিলছে। করদাতারা সঙ্গে করে প্রয়োজনীয় কাগজপত্র আনলেই মিলছে কর সংক্রান্ত সব সেবা। রাজধানী ঢাকাসহ দেশের ৪৮টি জেলা, ১৪টি উপজেলাসহ (৬টি ভ্রাম্যমাণ) মোট ৬২টি আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবার মেলায় সব শ্রেণির করদাতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
ঢাকায় রাজধানীর আগারগাঁওয়ে নির্মানাধীন রাজস্ব ভবন প্রাঙ্গনের সুবিশাল চত্ত্বরে আয়কর মেলা হচ্ছে। প্রতিদিন সেখানে করদাতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এক ছাদের নীচে সব ধরনের কর সেবা পেয়ে করদাতারাও খুশি। অপরদিকে ৫ম দিন পর্যন্ত মেলায় সারাদেশে মোট ১৪১৭ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকার আয়কর সংগ্রহ হয়েছে। এছাড়া ৫ম দিন পর্যন্ত সারাদেশে ৬ লাখ ৩৮ হাজার ১৬ জন সেবা গ্রহণ ও ১ লাখ ২১ হাজার ১৩১ জন আয়কর রিটার্ন দাখিল করেছেন।