অগ্রসর রিপোর্ট: ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে পরে দলের সিনিয়র নেতাদের নিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বেদিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
এরপর ২১ আগস্ট গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছেন তাদের স্বজন এবং যারা আহত হয়েছেন তাদের খোঁজখবর নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে ট্রাকে করে তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বক্তব্য দিচ্ছিলেন তখনই একের পর এক গ্রেনেড হামলা করা হয়। মানব ঢাল তৈরি করে শেখ হাসিনাকে বাঁচানো গেলেও সেই গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী বেগম আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন; আহত হন ৫ শতাধিক নেতাকর্মী, সাংবাদিক ও নিরাপত্তাকর্মী।