অগ্রসর রিপোর্ট: করোনা সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে শুরু হওয়া প্রথম দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে আজ রোববার। আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এর মাঝে সোমবার (১২ এপ্রিল) ও মঙ্গলবার (১৩ এপ্রিল) এই দু’দিনের বিষয়ে কোনো নির্দেশনা ছিল না।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন, প্রথম ধাপের চলমান লকডাউনের বিধিনিষেধের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে।
রোববার (১১ এপ্রিল) এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। চলতি লকডাউনের শুরুতে ১১ দফা বিধিনিষেধ জারি করে সরকার।
প্রসঙ্গত, এর আগে প্রথম দফায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে সরকার। সেই লকডাউনে গণপরিবহন, শপিংমল, বিনোদনকেন্দ্রসহ সবকিছু বন্ধ রাখার ঘোষণা দেয়া হলেও তিনদিনের মাথায় গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। ঢাকাসহ দেশের সিটি করপোরেশন এলাকায় সকাল থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হয়।
পরে বৃহস্পতিবার থেকে শপিংমল খুলে দেয়া হয়। প্রথম দফা লকডাউন শেষ হওয়ার দুদিন আগে আজ দ্বিতীয় দফা লকডাউনের ঘোষণা দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এ দফায় কঠোর লকডাউন চালু করা হবে বলে তিনি জানিয়েছেন। এবারের লকডাউনে সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছরের মার্চে দেশে প্রথমবার বেশ কিছু দিন সাধারণ ছুটি ও লকডাউন ঘোষণা করেছিল সরকার। পরে ধাপে ধাপে ছুটি ও লকডাউন বাড়ানো হয়। করোনা সংক্রমণ কিছুটা কমে যাওয়ার পর ছুটি ও লকডাউন তুলে নেয়া হয়। সম্প্রতি করোনা সংক্রমণ ও মৃত্যুহার বেড়ে যাওয়ায় আবারো লকডাউন ঘোষণা করলো সরকার।
বুধবার (১৪ এপ্রিল) থেকে ২০ এপ্রিল পর্যন্ত সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। দ্বিতীয় দফার এ লকডাউনে সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। গণপরিবহনও চলবে না। গার্মেন্টস কারখানাও বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে।