অগ্রসর রিপোর্ট : তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ যখন বিশ্বের প্রথম সারির দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই দেশের বেশ কয়েকটি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে!
বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে গিয়ে উল্লিখিত ওয়েবসাইটের হোম পেজে দেওয়া হ্যাকারদের ফেইসবুক পেজে গিয়ে আরও বেশ কয়েকটি সাইট হ্যাকিংয়ের তথ্য নজরে আসে।
তার মধ্যে একটি রয়েছে বাংলাদেশের অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডট কম (dhakatimes24.com)।
হ্যাকিংয়ের সত্যতা নিশ্চিত করতে গিয়ে ঢাকাটাইমস-এর ওয়েবপেজে গিয়ে সেখানেও একই তথ্য নজরে আসে।
বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম শরনার্থীদের নিয়ে এমএসএফ’র করা প্রতিবেদনের সত্যতা তুলে ধরে এই সাইবার হামলাটি সংগঠিত হয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। মরোক্কান ইসলামিক ইউনিয়ন মেইল (M I U M) নামের একটি উগ্রবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করে ইতোমধ্যে তাদের ফেইসবুক পেজে কয়েকটি স্ট্যাটাস পোস্ট করেছে।
মরোক্কান ইসলামিক ইউনিয়ন মেইল (M I U M) এমএসএফ’র করা প্রতিবেদনের সত্যতা তুলে উল্লেখ করেছে, “রোহিঙ্গা মুসলিম শরনার্থীদের প্রতি বাংলাদেশ কর্তৃপক্ষ আটক, বহিষ্কার এবং আটকের এক ‘নজিরহীন অভিযান’ চালু করেছে। যে অভিযানে বাংলাদেশের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশে প্রবেশকারী রোহিঙ্গা শরনার্থীদের আটক করে বার্মিজ সীমান্ত দিয়ে আবার ফেরত পাঠাচ্ছে।”
এদেশের মিডিয়া এটা নিয়ে যথারীতি মিথ্যাচার করছে বলে তারা অভিযোগ করে।
উল্লেখ্য, এই হ্যাকিং ঘটনার আগে, গতকাল রবিবার রাত ৮টার দিকে মরোক্কান ইসলামিক ইউনিয়ন মেইল তাদের ফেইসবুক পেজের একটি স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে সাইবার হামলার হুমকি দেয়। মূলত, তারই অংশ হিসেবে এই হামলাটি পরিচালনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।