ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দফতরের কর্মকর্তা আতাউর রহমান জানান, রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
স্থানীয়রা জানিয়েছেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। এতে ৮০টি ঘর পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।