অগ্রসর রিপোর্ট :হাইতির প্রেসিডেন্ট জোভেনিল মোইসি হত্যা মিশনে ভারী অস্ত্র সজ্জিত একটি কমান্ডো ইউনিট ছিল। এই ইউনিটের ২৬ জন কলোম্বিয়ার নাগরিক এবং দুজন হাইতি বংশোদ্ভূত আমেরিকান। বৃহস্পতিবার হাইতি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বুধবার অজ্ঞাত হামলাকারীরা ব্যক্তিগত বাসভবনে প্রবেশ করে প্রেসিডেন্ট মোইসিকে হত্যা করে। এসময় গুরুতর আহত হয়েছেন মোইসির স্ত্রী। এরপর থেকে হত্যাকারীদের বিরুদ্ধে অভিযানে নামে হাইতির নিরাপত্তা বাহিনী।
কলোম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হত্যা মিশনে জড়িত কলম্বিয়ার নাগরিকরা অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
বৃহস্পতিবার পুলিশ প্রধান লিওন চার্লস সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত ১৭ জনকে হাজির করেন। এসময় জব্দ হওয়া কলোম্বিয়ার পাসপোর্ট, অ্যাসল্ট রাইফেল, বারুদ, ওয়াকিটকি এবং করাত ও হাতুড়ি দেখানো হয়।
তিনি বলেছেন, ‘বিদেশিরা প্রেসিডেন্টকে হত্যা করতে আমাদের দেশে এসেছিল।’ এই দলে ২৬ জন কলোম্বীয় ও দুজন হাইতি বংশোদ্ভূত আমেরিকান রয়েছে বলে জানান তিনি।
চার্লস জানান, কলোম্বিয়ার ১৫ জন এবং দুই হাইতি বংশোদ্ভূত আমেরিকানকে আটক করা হয়েছে, তিনি হত্যাকারী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে এবং আট জন এখনো পলাতক রয়েছে।
কলোম্বিয়ার পুলিশের পরিচালক জর্জ লুইস ভারগাস জানিয়েছেন, ছয় সন্দেহভাজনের ব্যাপারে তিনি হাইতির কাছ থেকে অনুরোধ পেয়েছেন। এদের দুজন হাইতি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এবং চার জন আটক হয়েছে।