আজ সোমবার ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াছির আহসান চৌধুরি এ দিন ধার্য করেন।
আজ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল না করায় পরবর্তী দিন ধার্য করেন আদালত।
পুলিশ জানায়, এ ব্যাপারে এখনো তদন্ত চলছে। তদন্ত সম্পন্ন হলে পরবর্তী দিনে এ প্রতিবেদন দাখিল করা হবে।
জঙ্গিরা গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি হোটেলে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে । এসময় দুই পুলিশ সদস্য নিহত হয়। পরে যৌথ বাহিনীর অভিযানে পাঁচ জঙ্গিসহ ৬ জন নিহত হয়।
এ ঘটনায় পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।