নকলা (শেরপুর) থেকে প্রতিনিধি : অস্থির শেরপুরের চালের বাজার। ১ মাস আগে এখানে প্রকার বেদে চাল বিক্রি হতো ৩০, ৩৫, ৪৫ টাকা কেজি। এখন তা বেড়ে ৪০, ৪৫, ৫০ টাকা কেজি দাড়িয়েছে।
প্রতি বস্তা বেড়েছে ৮’শ থেকে ১ হাজার টাকা। এতে সিমিত আয়ের মানুষের জীবন যাত্রায় মারাত্মক ছন্দপতন ঘটেছে। শেরপুর জেলায় ৩০ হাজার ১’শ ১১ মেট্রিক টন সিদ্ধ চাল, আতব চাল ১২’শ মেট্রিক টন সংগ্রহ করার কথা থাকলেও ১২ মিল মালিকের মধ্যে ৭০ জন চুক্তি নামায় সরকারের সাথে চাল সংগ্রহ করছে।
গত ১ মাসে ২০ ভাগ চাল মাত্র সংগ্রহ করা হয়েছে। সারাদেশে শিলাবৃষ্টি, ঝড়ে, যে ক্ষতি হয়েছে, তা ১০ ভাগের বেশি নয়। কিন্তু বাকি চাল কোথায় গেল? দামের বেলায় ভোক্তাদের জিম্মি করে কোন সিন্ডিকেট তাদের সুবিধা ভোগ করছে? চালের বাজার কমছে না কেন? এমন প্রশ্ন এখন সাধারন জনতার মুখে মুখে ঘুরে ফিরছে।