ঢাকা প্রতিনিধি- স্যামসাং গ্যালাক্সী ট্যাব ই সাধ্যের মধ্যে সেরা ট্যাব। স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানী লিমিটেড বাংলাদেশে নিয়ে এল সর্বশেষ ট্যাবলেট, গ্যালাক্সি ট্যাব ই। এ ট্যাবে আছে গ্রাহকদের জন্য সেরা পারফরমেন্স, কন্টেন্ট এবং আকর্ষনীয় ডিজাইন এর অনন্য সমন্বয়। স্যামসাংয়ের নতুন ট্যাবলেট গ্যালাক্সী ট্যাব ই একটি অত্যাধুনিক ডিজাইনের অপ্রতিদ¦ন্ধী ডিভাইস যার রয়েছে মাল্টি টাস্কিং দক্ষতা এবং বাড়তি মাইক্রো এসডি স্টোরেজ সংযোজন করার ব্যবস্থা।
এই ট্যাবটিতে আছে ওটিজি (অন দ্যা গো) যা গ্রাহকদের সবসময় কানেক্টেড থাকতে সহায়তা করে এবং তাদের ব্যস্ত সময়ের সর্বোচ্চ ব্যবহারে সাহায্য করে। ট্যাব ই তে আছে অ্যান্ড্রয়েড অপ্টিমাইজড অফিস সলিউশন যা গ্রাহকদেরকে চলার পথে তাদের কাজ করতে সাহায্য করবে। পাতলা ও হাল্কা বডির গ্যালাক্সী ট্যাব ই বহন করা সহজ।
প্রযুক্তির এই নতুন যুগে, শিশুরা শিক্ষা ও বিনোদনের জন্য ট্যাব ব্যবহার করছে। শিশুদের কথা বিবেচনা করে এই ডিভাইসটিতে কিডস মোড সংযুক্ত করা হয়েছে যা শিশু উপযোগী গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (জি ইউ আই) ফিচারের মাধ্যমে এপ্লিকেশনগুলোকে সহজ করে তুলবে।