গাভেন, হুগেজ, জনসন ও কার্টেরন প্রবাল প্রাচীরগুলিতে ক্ষেপণাস্ত্র বসিয়ে দক্ষিণ চীন সাগরে তাদের নিরাপত্তা মজবুত করার কাজ করছে চীন৷ এমনই জানিয়েছে দি এশিয়া মার্টিটাইম ট্রান্সপারেন্সি ইনিসিয়েটিভ৷এমনকি ফেরি ক্রস, সুবি ও মিসচিফ প্রবাল প্রাচীরেও এই ক্ষেপণাস্ত্র বসানোর কাজ চালাচ্ছে চীন৷ স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে ক্রুজ মিসাইলের হামলা প্রতিহত করতে গাভেন ও হুগেজ প্রবাল প্রাচীরে অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক বসানো হয়েছে৷ শত্রুকে টার্গেট করতে ব়্যাডার বসানো হয়েছে ফেরি ক্রস রিফে৷
ডিরেক্টর গ্রেগ পোলিং জানিয়েছে, এই প্রথম জোরের সঙ্গে তারা বলতে পারেন যে সেখানে অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেমই বসিয়েছে চীন৷ এমনকি তিনি অবাক হয়ে জানিয়েছেন যে তারা ভাবতেও পারেননি যে এত বড় মাপের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দক্ষিণ চীন সাগরে বসাতে পারে চীন৷ এক কথায় এই পুরো বিষয়টিকে সামরিকীকরণ বলে আখ্যা দিয়েছেন তিনি৷ তার কথায় এটাকে চীন নিরাপত্তার বিষয় বলতে চাইলেও আসলে তা নয়৷