অগ্রসর প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন ড. আতিউর রহমান। মঙ্গলবার বিকাল তিনটার দিকে গুলশানের গভর্নরের সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
আতিউর রহমান বলেন, আমি আমার সন্তানের মতো বাংলাদেশ ব্যাংককে এগিয়ে নিয়েছি। তিলে তিলে ২৮ বিলিয়ন ডলার রিজার্ভ অর্জন করেছি। সেখানে আমার অবহেলায় তা নষ্ট হবে সেটি বিশ্বাস করতেও কষ্ট হয়।
স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে আমি পদত্যাগপত্র দিয়েছে। প্রধানমন্ত্রী মর্মাহত হয়েছেন। তার দুই চোখ দিয়ে পানি পড়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, এরকম সাহসী পদক্ষেপ আমাদের দেশে নেই।
তিনি বলেন, সাইবার অ্যাটাক বিশ্বের বিভিন্ন দেশেই হচ্ছে। এটি ভূমিকম্পের মতো। কখন কোথা থেকে আসবে বোঝা কঠিন। এটি অত্যন্ত জটিল একটি বিষয়। আমরা প্রথমে এটি বুঝে উঠতে পারিনি।
আতিউর রহমান বলেন, সাইবার অ্যাটাক যখন হয় তখন আমরা পুরোপুরি বিষয়টি বুঝে উঠতে পারিনি। এটি এমন সময় হয়েছে যখন দেশে এটিএম বুথে হামলা হয়েছে। আমরা বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে এসেছি। র্যাব, এনএসআইয়ের সাহায্য নিয়েছি। প্রথমে আমাদের কাছে যে অর্থ ছিল সেটিকে সংরক্ষণ করেছি। এরপর যে অর্থ হারিয়েছে তা ফেরত আনার জন্য উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি ও আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দের আমন্ত্রণে দিল্লিতে গিয়েছিলাম। সেখানেও অনলাইনে কাজ করেছি। কিন্তু এটাকে নিয়ে বড় ইস্যু না করলেও হতো।
উত্তরসূরিদের উদ্দেশে আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি যেসব পদক্ষেপ নিয়েছি আমার উত্তরসূরি সে কাজকে এগিয়ে নিয়ে যাবেন।