অগ্রসর রিপোর্ট : স্বাস্থ্যসেবা নিশ্চিত ও মানের সূচকে ভারত ও পাকিস্তানের ওপরে বাংলাদেশ। বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৯ তম। এতে ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১৫৪তম ও ১৬০তম। যুক্তরাজ্যের মেডিক্যাল জার্নাল বৃহস্পতিবার প্রকাশিত নতুন গ্লোবাল বার্ডেন অব ডিজিজ গবেষণায় এ তালিকা উল্লেখ করা হয়েছে।
তালিকায় দেখা যায়, স্থাস্থ্যসেবা নিশ্চিত ও মানের সূচকে ৫২ স্কোর নিয়ে ১৩৯তম অবস্থান বাংলাদেশের। এতে ১৫৪ তম অবস্থানে থাকা ভারতের স্কোর ৪৫। আর ১৬০তম অবস্থানে থাকা পাকিস্তানের স্কোর ৪৩।
পাশের দেশগুলোর মধ্যে ৪৮ স্কোর নিয়ে মিয়ানমার ১৫১ তম অর্থাৎ বাংলাদেশের নিচে। আর ৫৩ স্কোর নিয়ে আছে ভুটান, ৭৩ স্কোর শ্রীলঙ্কার ও ৭৪ স্কোর নিয়ে চীন বাংলাদেশের ওপরে অবস্থান করছে। এ সূচকে ৯৫ স্কোর নিয়ে অ্যান্ডোরা প্রথম, ৯৪ স্কোর নিয়ে আইসল্যান্ড দ্বিতীয় ও ৯২ স্কোর নিয়ে সুইজারল্যান্ড তৃতীয় অবস্থানে রয়েছে।