অগ্রসর রিপোর্ট : স্পেনের বার্সেলোনার কাছে একটি শিল্পগুদামে আগুন লাগার পর ছড়িয়ে পড়েছে বিষাক্ত ক্লোরিন গ্যাস, যার ফলে ১ লাখ ৬০ হাজারের বেশি বাসিন্দাকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার ভোরে উপকূলবর্তী শহর ভিলানোভা ই লা গেলত্রুর ওই গুদামে আগুন লাগে, যেখানে সুইমিংপুল পরিষ্কারের রাসায়নিক রাখা ছিল। আগুনের ফলে পাঁচটি উপকূলীয় জেলার ওপর ঝুঁকি তৈরি হয়।
স্থানীয় সিভিল প্রোটেকশন বিভাগ জনগণকে ঘর বা কর্মস্থল থেকে না বের হওয়ার আহ্বান জানিয়েছে এবং দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। গুদামের মালিক জানিয়েছেন, সম্ভবত লিথিয়াম ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই, দমকল বিভাগ বড় পরিসরে কাজ করছে এবং গ্যাসের মাত্রা পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশপাশের সড়ক ও রেলস্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
ভিলানোভার মেয়র আশা প্রকাশ করেছেন, আগুন নেভানো গেলে বিষাক্ত গ্যাসের স্তম্ভও ধীরে ধীরে ছড়িয়ে যাবে এবং বিধিনিষেধ তুলে নেওয়া সম্ভব হবে।