অগ্রসর রিপোর্ট :
গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ জুলাই) জয়দেবপুর নিয়ামত সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। জিএমপি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
হত্যার শিকার রোজিনা (৩৪) ময়মনসিংহের নান্দাইল থানার লহিতপুর গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।
এসআই সাইদুর রহমান জানান, ৭/৮ মাস আগে সেলিম হোসেন দম্পতি জয়দেবপুর নিয়ামত সড়কে শামসুর রহমানের বাড়ি ভাড়া নেন। রোজিনা স্থানীয় ডিবিএল কারখানায় চাকরি করতো। তাদের স্বামী-স্ত্রীর প্রায়ই ঝগড়া হতো। বুধবার রাতে ফের ঝগড়া শুরু হলে আশপাশের লোকজন এসে বিবাদ মেটানোর চেষ্টা করে। রাত ১১টার দিকে সেলিম বাড়ি থেকে চলে যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকেও ঘুম থেকে না ওঠায় রোজিনাকে ডাকতে যায় আশেপাশের লোকজন। ঘরের দরজায় তালা দেখতে পেয়ে বাড়ির কেয়ারটেকার ভেন্টিলেটর ভেঙে রোজিনাকে বিছানায় শোয়া অবস্থায় দেখতে পায়। আশপাশের লোকজন ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রোজিনাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোজিনাকে শ্বাসরোধে হত্যার পর তার স্বামী ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে।