অগ্রসর রিপোর্ট : শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, করোনা মহামারির প্রকোপ কমে আসায় স্কুল ও কলেজে স্বশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে ক্লাস চলবে।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাখাতে বেশ ক্ষতি হয়েছে। ছাত্রছাত্রীদের ওপর মানসিক চাপের সৃষ্টি হয়েছে। এখন থেকে সপ্তাহে একদিন স্কুল ও কলেজে স্বশরীরে ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা চলছে। তবে সেটা পরিবর্তন হতে পারে। শিক্ষার্থীদের আরও বেশিদিন ক্লাসে আনা সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেন উপমন্ত্রী।
করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে প্রায় দেড় বছর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এখন সংক্রমণ কমে আসায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।