উক্ত মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবালখায়েল জানান, প্রতিটি কর্মকর্তা পাসপোর্ট যাচাই বাছাই ইত্যাদির জন্য মোট ৩০ দিন সময় পাবেন। এর মধ্যে তাকে সমস্ত কার্যাদি সম্পন্ন করতে হবে। এর মধ্যে কাজ করতে তিনি ব্যর্থ হন তাহলে তাকে তাকে দ্বিগুণ জরিমানা গুনতে হবে।বর্তমানে সৌদি আরবের প্রায় ৪৮টি বিভাগে প্রায় ১৩ লাখ বাংলাদেশি নিয়োজিত আছেন। এদের মধ্যে গৃহকর্মীর কাজে নিয়োজিত আছেন প্রায় ৬২ হাজার। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ওই দেশে নারী গৃহকর্মী নিয়োগের সে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। প্রতি মাসে গড়ে ৬ হাজার বাংলাদেশি নারী গৃহকর্মী হিসেবে ওই দেশে যাচ্ছেন। ২০১৬ সালের সেপ্টেম্বরে পুরুষ গৃহকর্মী নিয়োগের একটি বিলেও অনুমোদন দেয় সৌদি আরবের শূরা কাউন্সিল।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।