জয়া সেনগুপ্ত ছাড়াও স্থানীয় নেতা মতিউর রহমান, আজিজুস সামাদ আজাদ ডন, শামসুল হক চৌধুরী, শামসুল ইসলাম, অবনি মোহন দাস, দীপক চৌধুরী ও অনুকূল তালুকদার আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন
এদিকে, আঞ্জুম সুলতানা সীমা আওয়ামী লীগের প্রবীণ নেতা অধ্যক্ষ আফজাল খানের মেয়ে। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর। তিনি রেলমন্ত্রী মুজিবুল হক গ্রুপের কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
সীমা ছাড়াও কুসিক নির্বাচনে দলের মনোনয়ন পাওয়ার আগ্রহ দেখিয়ে প্রধানমন্ত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আবেদনপত্র জমা দিয়েছিলেন স্থানীয় ১২ নেতা। তারা হচ্ছেন-ওমর ফারুক, আরফানুল হক রিফাত, মাহবুবুর রহমান, কালাম চৌধুরী, নুরুর রহমান মাহমুদ তানিম, কবিরুল ইসলাম শিকদার, কামরুল ইসলাম, জাকির হোসেন, শফিকুল ইসলাম শিকদার, মোহাম্মদ শাহজাহান, শফিউর রহমান ও সৈয়দ শাফিউল হাসান চিশতি। তাদের মধ্যে রিফাত ও সীমা শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
নরসিংদী জেলা পরিষদের উপনির্বাচন
চেয়ারম্যান পদে নরসিংদী জেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলার সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া।
মতিন ভূঁইয়া ছাড়াও দলের স্থানীয় ১৩ নেতা আবেদনপত্র জমা দিয়েছিলেন। তারা হচ্ছেন-শামসুল হক, জিএম তালেব হোসেন, হারুনুর রশিদ খান, ইঞ্জিনিয়ার শওকত আলী, ডা. সাইমা জামান ইভা, আবদুল মতিন সরকার, হাবিবুর রহমান ভূঁইয়া, সৈয়দ ফজলুর রহমান, আমিরুল ইসলাম ভূঁইয়া, মমতাজ উদ্দিন ভূঁইয়া, একরামুল ইসলাম ভূঁইয়া এবং মনিরুজ্জামান মনির।
আগামী ৩০ মার্চ সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৬ মার্চ নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।