বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
তিনি বলেন, খাদিজাকে হত্যার চেষ্টার সঙ্গে যে ছাত্রলীগের নেতা জড়িত অবশ্যই তার দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো সময়ক্ষেপন মেনে নেয়া হবে না। আমরা চাই ওই ব্যক্তির কঠিন শাস্তি।
বর্তমান সরকারকে দানব আখ্যা দিয়ে তিনি বলেন, এটা দানবের বিরুদ্ধে মানববন্ধন। তাই আশংকা থেকে যায় এ ঘটনা যেন তনু হত্যার মতো না হয়ে যায়।
তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী, দেশের বিরোধী দলীয় নেত্রী সকলে নারী, তারপরও যত্রতত্রভাবে নারী নির্যাতন, নারী ধর্ষণ এটা একটা নজির হয়ে দাঁড়িয়ে এই সরকারের আমলে। আজকে জনগনের দায়বদ্ধ সরকার নেই বলে এইসব ঘটনা ঘটছে। এর কোনো বিচার হচ্ছে না।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, একদিন সকল অপকর্মের জন্য মাশুল দিতে হবে। কাজেই মিথ্যাচার ও চাপাবাজি ছাড়ুন।
তিনি বলেন, ইতোমধ্যে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটকদেরও আদালত থেকে জামিন পেতে দেখা যাচ্ছে। অথচ বিরোধী নেতাদের কোন জামিন হচ্ছে না।
মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মহিলাদলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেতা খালেদা আক্তার কল্পনা, শাম্মী আক্তার, রাজিয়া আলিম, পেয়ারা মোস্তফা, রোকেয়া সুলতানা তামান্না, আমেনা বেগম, বেগম শামসুন্নাহার, রোকেয়া সুলতানা তামান্না প্রমুখ।