সিরিয়ার সরকারি বাহিনী সংশ্লিষ্ট এলাকায় বিমান ও কামান দিয়ে হামলা চালিয়েছে বলে বলা হচ্ছে। খবর বিবিসির।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের মিত্র রাশিয়া ঘোষিত ৩ সপ্তাহকালের সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই আলেপ্পোয় বিমান হামলা শুরু হয়। হামলার পরিপ্রেক্ষিতে সেখানকার বায়ান শিশু হাসপাতালের পরিচালক ভূগর্ভে আশ্রয় নিতে বাধ্য হন।
অধিকারকর্মীরা বলছেন, বড় ধরনের স্থল অভিযানের আগে দেশটির সরকারি বাহিনী আলেপ্পোয় বিমান হামলা শুরু করেছে। বিভিন্ন রণাঙ্গনে বিপুল সেনা সমাবেশ ঘটেছে।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি বলছে, গতকাল বুধবার আলেপ্পোর পূর্বাঞ্চলে বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হেলিকপ্টার থেকে ফেলা হয়েছে ব্যারেলবোমা। বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে কামান ব্যবহার করা হয়েছে।
গোষ্ঠীটি জানায়, এই হামলায় ৫ শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে।
ইনডিপেনডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন বলছে, হামলায় বায়ান শিশু হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আলেপ্পোর পশ্চিমাঞ্চলেও বিমান হামলা অব্যাহত আছে বলে খবর মিলছে। সেখানে গতকাল ১৯ জন নিহত হয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি জানায়।
২০১১ সালের মার্চে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত তিন লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন।