অগ্রসর রিপোর্ট: সিরিয়ার দ্বিতীয বৃহত্তম নগরী আলেপ্পোর আশপাশে বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলোতে রাতভর বিমান হামলার পর বৃহস্পতিবার প্রচন্ড লড়াই চলছে।
বিমান হামলার কারণে বড় ধরনের অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
বিরোধী পক্ষ যুদ্ধে ইতোমধ্যে প্রায় ধ্বংসপ্রাপ্ত এই নগরীতে আগ্নেয় বোমা নিক্ষেপের জন্য সিরীয় সরকার ও তার মিত্র রাশিয়াকে দায়ী করেছে।
বিদ্রোহীদের দখলে থাকা নগরীর পূর্বাংশ থেকে এএফপি’র এক প্রতিনিধি জানায়, ভোরের আগে চালানো বিমান হামলার কারণে পুরো সড়ক জুড়ে আগুন জ্বলছে।
বুধবার আলেপ্পোর পূর্বাঞ্চলে বিমান হামলায় দুই শিশুসহ ১২ বেসামরিক নাগরিক নিহত হয়।
রাজধানী দামেস্কের পূর্বে বিদ্রোহী অধিকৃত এলাকা থেকে এএফপি’র একজন সংবাদদাতা বৃহস্পতিবার ভোরেও গোলাবর্ষণ ও বোমা হামলার কথা জানিয়েছেন।
এ ছাড়া হোমস ও হামা প্রদেশের মধ্যাঞ্চলে লড়াইয়ের খবর পাওয়া গেছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।