অগ্রসর রিপোর্ট: সাভারের আশুলিয়ায় ডিইপিজেডের প্যাক্সার নামে কারখানায় লাগা আগুন সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার ৬টা সন্ধ্যা ৪০ মিনিটে লাগা আগুন রাত ১১টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
অগ্নি নির্ভাপন সংস্থাটির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, আগুন নেভাতে কাজ করে সাতটি ইউনিট। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, একতলা স্টিল শেডের ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে।
এ ব্যাপারে ডিইপিজেডের মহাব্যবস্থাপক আব্দুস সোবহান ঢাকাটাইমসকে বলেন, প্যাকজারের নামে এই কোম্পানিটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ লেবেল তৈরির কোম্পানি। শনিবার এই কারখানার এক তলাবিশিষ্ট একটি কাগজের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে কারখানা ছুটি অবস্থায় আগুন লাগায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।