অন্যরকম খবর- টিকটিকি সম্পর্কে আমাদের সবারই কমবেশি ধারণা আছে। কিন্ত কতজন লোক টিকটিকি মানুষ দেখেছেন? সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার জলাভূমিতে দেখা গেছে টিকটিকি মানুষ। খবর দ্য মিরর অনলাইনের। টিকটিকি মানুষের উচ্চতা ৭ ফুট। দেখতে দৈত্যাকার সরীসৃপের মত। বিশপভিলের শহরের জলাভূমির দিকে চলতে দেখা যায় তাকে। বলা হচ্ছে ৩০ বছর আগে তাকে একবার দেখা গিয়েছিল।
কিন্তু সম্প্রতি এক নারীর ক্যামেরায় ধরা পড়ে টিকটিকি মানুষ। সে নারীর নাম সারা বেরা। সারা গত রবিবারে এক বন্ধুর সঙ্গে গির্জার দিকে যাচ্ছিলেন। তখন তার চোখে ধরা পড়ে এই অদ্ভুত জীব। তার কাছে রক্ষিত মোবাইল ফোন দিয়ে তিনি ওই দৈত্যাকার সরীসৃপ টিকটিকি মানুষের ছবি তোলেন। এবিসি নিউজকে তিনি এ বিষয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন।
১৯৮৮ সালে ক্রিস্টোফার ডেভিস টিকটিকি মানুষকে প্রথম দেখেছিল। এরপর তাকে জীবিত ধরার জন্য মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল সেখানকার কর্তৃপক্ষ।