পরীক্ষা দেখতে রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরিদর্শন শেষে বাইরে এসে অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন, শিক্ষার্থীরা জানিয়েছে প্রশ্নপত্র ভাল হয়েছে। তারা উত্তর দিতে পারবে। প্রশ্নপত্র পেয়ে তারা সবাই খুশি। তিনি বলেন, এবার তারা ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন। তাদের আহবানে বেশির ভাগ পরীক্ষার্থীই সাড়া দিয়েছে। তিনি আরও বলেন, এতে পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগেই খাতা দেয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীরা আগেভাগেই আনুষাঙ্গিক কাজগুলো করে রাখতে পারে।
শিক্ষামন্ত্রী বলেন, ১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এ পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ২ বছরের মতো এবারও পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে শিক্ষামন্ত্রী দলবল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেননি। এসময় তিনি শিক্ষা সচিব মো: সোহরাব হোসেন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান ও স্কুলের প্রধান শিক্ষকসহ দু-একজনকে সঙ্গে তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।