স্পিকার বলেন, প্রায়োগিক দিক বিবেচনায় সংসদ সদস্যগণ সকল সামাজিক সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল। তাই সংসদ সদস্যগণ সামাজিক নিরাপত্তা কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত হলে এ কর্মসূচি শতভাগ সফল হবে এবং দেশ থেকে দারিদ্র্যতা দূর হবে। তিনি পর্যায়ক্রমে সকল সংসদ সদস্যকে এ অবহিতকরণ কর্মশালায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, এটি একটি সামগ্রিক উদ্যোগ এবং বর্তমান অর্থবছরে রাজস্ব বাজেট থেকে সামাজিক নিরাপত্তা খাতে ৪৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তিনি এ কার্যক্রম বাস্তবায়নের জন্য সকল সংসদ সদস্যকে একযোগে কাজ করার আহ্বান জানান।
কর্মশালায় ‘ন্যাশনাল সোস্যাল সিকিউরিটি স্ট্রাটেজি’ (এনএসএসএস) বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম। প্রতি কর্মশালায় ১২৫ জন সংসদ সদস্যসহ জাতীয় সংসদের যুগ্মসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাগণ অংশ নিচ্ছেন। পরে উপস্থিত সংসদ সদস্যবৃন্দ মুক্ত আলোচনায় অংশ নেন এবং এ কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।