এসময় তিনি বলেন, “গত বছরের ১০ এপ্রিল কেরানীগঞ্জে নতুন কেন্দ্রীয় কারাগার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বন্দিদের জন্য এ প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টু-আই প্রোগামের আওতায় কারাবন্দিদের ফোনে কথা বলা সংক্রান্ত ‘প্রিজন লিংক’ প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পায়। নিরাপত্তা নিশ্চিত করে খুব শিগগিরই এর প্রক্রিয়া শুরু হবে। প্রথমে কোন বন্দি কারাগারের আসলে তার নথিপত্র ব্যবস্থা করা হয়। বন্দিদের কাছ থেকে দুটি নম্বর রেজিস্টারে নথিভুক্ত করা হয়। এ দুটি নম্বর বাবা-মা কিংবা স্ত্রী-সন্তানের হতে হবে।”
আইজি প্রিজন বলেন, ‘বন্দিরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় তা মনিটরিংয়ের জন্য গোয়েন্দা সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন এবং তাদের কথোপকথন মনিটরিং করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত মন্ত্রিসভার আগামী বৈঠকে এর চূড়ান্ত অনুমোদনের পর আমরা এই প্রকল্পটি চালু করবো। আশা করছি আগামী এক মাসের মধ্যেই এটি কার্যকর করা সম্ভব হবে।’