[youtube https://www.youtube.com/watch?v=lUACQAuPTHw]
নারায়ণগঞ্জের উন্নয়নে আইভীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। আমরা যেহেতু একই এলাকায় থাকি তাই আমাদের সবাইকে একসঙ্গেই এলাকার উন্নয়নে কাজ করতে হবে। মাদক ও সন্ত্রাসীদের কারণে নারায়ণগঞ্জের দুর্নাম রয়েছে জানিয়ে সাখাওয়াত এ দুর্নাম ঘোছানোর জন্য আইভীর প্রতি অনুরোধ জানান।
পরে আইভী বলেন, আগেই বলেছি হারি বা জিতি আমি তার বাসায় যাব। আমি আমার সে প্রতিশ্রুতি রক্ষা করেছি। নারায়ণগঞ্জের উন্নয়নে ওনার সহযোগিতা নিব। আমরা একই এলাকায় বসবাস করি এবং আমাদের সম্পর্ক হবে সৌহার্দপূর্ণ।
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটে এগিয়ে থেকে বেসরকারীভাবে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাাচনে জয় লাভ করেছেন। প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬ হাজার ৪৪ভোট।