উল্লেখ্য স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পূর্ব শক্রতার জের ধরে মেয়রের ছোট ভাই পিন্টু শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় হাই স্কুলের মাঠ থেকে তুলে নিয়ে মেয়রের বাড়ীতে বেধম মারধর ও তার হাত পা ভেঙ্গে দেয় । এ ঘটনার পর ছাত্রলীগ ও এলাকাবাসী ওই দিন বিকেলে মেয়র হালিমুল হক মিরুর বাড়ি ঘেরাও করলে সংঘর্ষ বাধে। আত্মরক্ষার দাবী করে মেয়র মিরু একাধিক গুলি বর্ষন করে । এসময় দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল ছবি তুলতে গেলে চোখে ও গলায় গুলিবিদ্ধ হন । তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ থেকে ডাকায় নেয়ার পথে মারা যান ।
সাংবাদিক শিমুল হত্যা মামলায় পৌরমেয়র মিরু বহিষ্কার
বৈঠক শেষে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ-৬ (শাহজাপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, ‘আজ সকালে ১০টার দিকে এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আমরা জরুরি বৈঠকে শুরু করি। সেখানে সর্বসম্মতিক্রমে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।’
তিনি আরও জানান, এখন এ সিদ্ধান্ত জেলা কমিটিতে পাঠানো হবে। কমিটি অনুমোদন দিলে তা কেন্দ্রে পাঠানো হবে।
জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন, সাবেক এমপি চয়ন ইসলাম, আওয়ামী লীগের প্রবীণ নেতা ডা. ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আজাদ রহমান প্রমুখ।