
অগ্রসর রিপোর্ট : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাংবাদিক শাহরিয়ার শহীদের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা আর্থিক সহযোগিতা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। তিনি বলেন, শহীদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। বাসসর বিশেষ সংবাদদাতা শহীদ বর্তমানে রাজধানীর এপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিডনি অকার্যকর হওয়ার পরে গতমাসের শেষের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।