সাঁওতালদের ঘরে পুলিশের আগুন দেয়ার একটি ভিডিও নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা শুরুর পর আইন ও সালিশ কেন্দ্রের একটি সম্পূরক আবেদনে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেয়।
পাশাপাশি উচ্ছেদের সময় ভাংচুর, লুটপাট ও হতাহতের ঘটনায় দায়ে করা একটি এজাহার ও একটি জিডি মামলা হিসেবে নিয়ে সমান গুরুত্ব দিয়ে তদন্ত করতে বলেছে আদালত।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অন্যূন পুলিশ সুপার মর্যাদার কোনো কর্মকর্তার মাধ্যমে এই তদন্ত তদারকের ব্যবস্থা করতে রংপুর রেঞ্জের ডিআইজিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
উল্লেখ্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকল এলাকার জমিকে ঘিরে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় ২১ নভেম্বর বিচার বিভাগীয় কমিশন চেয়ে হাইকোটে রিট দায়ের করা হয়েছে। একই ঘটনায় পৃথক আরেকটি রিট দায়ের করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।