অগ্রসর রিপোর্ট : সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠীর কথিত হাই নেগোশিয়েশন কমিটি বা এইচএনসি ঘোষণা দিয়েছে যে, তারা সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায়।
এইচএনসি’র মুখপাত্র সালেম আল-মেসলেত গতকাল বুধবার বলেছেন, “আমরা সরাসরি আলোচনায় বসার কথা বলছি কারণ এতে সময় বাঁচবে এবং বদ্ধ কক্ষের ভেতরে বসে আলোচনার চেয়ে সরাসরি আলোচনায় আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটবে।” জাতিসংঘের উদ্যোগে সুইজারল্যান্ডের জেনেভা শহরে নতুন আলোচনা শুরুর আগ মুহূর্তে তিনি এ কথা বললেন। আজ থেকে এ আলোচনা শুরুর কথা রয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকার উৎখাতের লক্ষ্যে যেসব সন্ত্রাসী ও বিরোধী গোষ্ঠী কাজ করছে তাদের প্রধান সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে এইচএনসি।
মেসলেত বলেন, “আমরা সবাই এখানে আলোচনার জন্য এসেছি। তাহলে সরাসরি আলোচনায় বসাই ভালো।” তিনি জানান, এবারের আলোচনা হবে মুলত অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার বিষয়ে।