স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আমরা সবসময় প্রস্তুত। সরকার চাইলে পাঁচ মিনিটেই সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছি না।’
বুধবার সকালে কলাভবন সংলগ্ন বটতলার সামনে এক বিফ্রিং-এ তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের ক্লাসে ফিরে যাওয়া নির্ভর করছে সরকারের উপর। সরকার শিক্ষকদের দাবি মেনে নিলে আজকেই আমরা ক্লাসে ফিরে যাব। বল এখন সরকারের কোর্টে, তারা যদি চায় তাহলে পাঁচ মিনিটেই সমস্যার সমাধান করা সম্ভব। অন্যথায় বাধ্য হয়ে কর্মসূচি চালিয়ে যেতে হবে।’
শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন করে হচ্ছে কিনা— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দীর্ঘ আট মাস অপেক্ষা করেছি, এই লাগাতার আন্দোলনের যাওয়ার আগেও ৯ দিন অপেক্ষা করেছি। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে আমরা আন্দোলনে আসতে বাধ্য হয়েছি।’
ঢাবির এই শিক্ষক বলেন, ‘সরকারের নীতি নির্ধারকদের সাথে এখনও পর্যন্ত কোনো আলোচনা হয়নি। একটা বৈঠক হলে সমস্যার সমাধান হবে। আমরা চাই ক্লাস রুমে থাকতে, বাইরে থাকতে চাই না। সমাধান না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’
ফেডারেশনের মহাসচিব ড. এ এস এম কামাল বলেন, ‘আমরা ছাত্রছাত্রীদের কাছে ফিরে যেতে চাই। আমাদের অনুরোধ আজকেই যেন দাবি মেনে নেওয়া হয়। তা হলে আজকেই কর্মসূচি প্রত্যাহার করে নেব।’