
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২২ অক্টোবর সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে দু’দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন। প্রতিনিধি দলটি এসময় রাষ্ট্রপতিকে সম্মেলনের নানা বিষয়ে অবহিত করেন। তারা জানান, বিভিন্ন দেশের প্রায় ৫০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ এ সম্মেলনে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ সম্মেলনের পূর্ণ সাফল্য কামনা করেন। এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।