ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সর্বদা বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল-পেট্রাপোল সমন্বিত চেকপোস্টের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথবাবে বেনাপোল -পেট্রাপোল সমন্বিত চেকপোস্টের উদ্বোধন করেন। কনফারেন্সে আরও বক্তব্য দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সব সময় শেখ হাসিনার সরকারের পাশে থাকবে ভারত।
নতুন চেকপোস্ট উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ একে অপরের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে সংযুক্ত। বেনাপোল -পেট্রাপোল সমন্বিত চেকপোস্ট চালুর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সহজ হল।
বক্তৃতার শুরুতে নরেন্দ্র মোদি বাংলায় এ দেশের মানুষকে অভিবাদন জানান। এছাড়া তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই অনুষ্ঠানে যোগদানের জন্য ধন্যবাদ জানান এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন।