অগ্রসর রিপোর্ট : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও সুরকার আজাদ রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘দেশের সঙ্গীত অঙ্গনে আজাদ রহমান ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য সঙ্গীতজ্ঞকে হারালো।’
রাষ্ট্রপ্রধান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সুরকার আজাদ রহমান আজ বিকেলে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।