ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট : রায় ৫ মে
অগ্রসর প্রতিবেদক : উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যাস্ত করে সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা প্রশ্নে জারিকৃত রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। আগামী ৫ মে এই বিষয়ে রায়ের জন্য দিন ধার্য করেছেন বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরির নেতৃত্বাধিন হাইকোর্টের ৩ বিচারপতির বিশেষ বেঞ্চ।
সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী। এই আবেদনের উপর হাইকোর্ট ২০১৫ সালে রুল জারি করে। রুলের উপর দীর্ঘ শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করা হল।
রুলে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। এ ছাড়াও আদালতের আহ্বানে ৫ জন এমিকাস কিউরি শুনানিতে অংশ নেন।