সার্কুলারে বলা হয়, শিশু আইন- ২০১৩ এর ৪৪(১) ধারার বিধান মতে ৯ বছর বয়সের নি¤েœ কোন শিশুকে গ্রেফতার বা আটক রাখা যাবে না এবং ৪৪(২) ধারার বিধান মতে শিশুকে গ্রেফতারের পর গ্রেফতারকারী পুলিশ কর্মকর্তা গ্রেফতারের কারণ, স্থান, অভিযোগের বিষয়বস্তু ইত্যাদি সম্পর্কে তাৎক্ষণিকভাবে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করবেন। প্রাথমিকভাবে ওই শিশুর বয়স নির্ধারণ করে নথিতে লিপিবদ্ধ করবেন।
যদি কোন সুনির্দিষ্ট অপরাধে কোন শিশুকে আটক করা হয় তখন থানার শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উক্ত শিশুর পিতামাতা ও প্রবেশন অফিসারকে অবহিত করবেন এবং শিশুর বয়স নির্ধারণের উদ্যোগ গ্রহণ করবেন।
এছাড়াও সার্কুলারে শিশু আইন- ২০১৩ এর বিভিন্ন ধারায় সংশ্লিষ্ট বিধান উল্লেখ করা বলা হয়, শিশু আইনে বিধান থাকা সত্ত্বেও কোন শিশুকে গ্রেফতারের পর পুলিশ ফৌজদারী কার্যবিধি- ১৮৯৮ এর ৫৪ ও ৫৫ ধারায় শিশুকে আদালতে হাজির করে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট আদালতকে শিশু আইন- ২০১৩ এর বিধান সাপেক্ষে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।