অগ্রসর রিপোর্ট : যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনা রাজ্যের শার্লটে এক কৃষ্ণাঙ্গকে পুলিশ গুলি করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা তৃতীয় দিনের মতো বৃহস্পতিবার রাতে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। এতে সেখানে চরম বিশৃংখলাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শার্লটের প্রধান একটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
ঘটনাস্থল থেকে এএফপি’র এক প্রতিবেদক জানান, পুলিশ সেখানে কাঁদানে গ্যাস নিক্ষেপ করার পর বিক্ষোভকারীরা পালিয়ে যায়। বিক্ষোভকারীদের দমনে প্রয়োজনে রাবার বুলেট ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এরআগে কয়েকশ’ বিক্ষোভকারী ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামের কাছের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের একটি লেন অবরোধ করে রেখেছিল। এসময় অনেকে রাস্তার ওপর শুয়ে পড়ায় চালকরা আতংকিত হয়ে তাদের গাড়ি ভুল পথ দিয়ে চালিয়ে নিয়ে যায়।
শার্লটের কেন্দ্রস্থলে নগরীর পুলিশ স্টেশনে শত শত লোক বিক্ষোভ প্রদর্শন করার সময় সেখানে পরিবেশ অনেকটা শান্ত ছিল। এসময় বিক্ষোভকারীরা ‘আমাদের হত্যা করা বন্ধ কর’ এবং ‘প্রতিরোধ চমৎকার’ এমন লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে।
এদিকে নগরী কর্তৃপক্ষ মধ্যরাত (গ্রিনিচ মান সময় ০৪০০ টা) থেকে কারফিউ আরোপ করেছে।
৪৩ বছর বয়সী আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক কিথ ল্যামন্ট স্কটকে গুলি করে হত্যা করাা ঘটনাকে কেন্দ্র করে সেখানে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
উত্তর ক্যারোলাইনার গভর্নর শার্লটে জরুরি অবস্থা ঘোষণা করেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।