গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর পুলিশ রাতে শাহপরান, বঙ্গবন্ধু ও সৈয়দ মুজতবা আলী হলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, হাতবোমা ও গুলি উদ্ধার করলে হল বন্ধের এই ঘোষণা আসে। আজ বুধবার ভোরে শিক্ষার্থীদের ঘুম থেকে ডেকে তুলে ভোর ছয়টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
শাবিপ্রবির ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী নাসের ইবনে আফজাল বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ক্লাশ-পরীক্ষা এবং হল বন্ধ রাখার শিদ্ধান্ত গ্রহণ করেছে।
জানা গেছে, গতকাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান সমর্থিত গ্রুপকে সহসভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ সমর্থিত সম্মিলিত গ্রুপ ধাওয়া দিয়ে হল দখলে নেয়। এ ঘটনায় উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে রাতভর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনার প্রেক্ষিতে পুনরায় সংঘর্ষের শঙ্কায় আজ ভোরের দিকে নিয়মবহির্ভূতভাবে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে রাত ১২টার দিকে অস্ত্র উদ্ধারে হলে তল্লাশি চালায় পুলিশ।