অগ্রসর রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের এক দিন পর মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৩৬ জন। এর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী রয়েছেন ১১ জন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ১০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এর পর সাতটা ২০ মিনিটে প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান তিনি। শপথের পর তাদের দায়িত্ব বণ্টন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে শপথ পাঠ করান রাষ্ট্রপ্রতি।
শপথ অনুষ্ঠানে যোগ দিতে বিকাল থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ডাক পাওয়া ব্যক্তিরা বঙ্গভবনে আসতে শুরু করেন।
বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানান মন্ত্রী, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ৩৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন। আর প্রতিমন্ত্রী হচ্ছেন ১১ জন।
পূর্ণ মন্ত্রী ২৫ জন
মন্ত্রিসভায় স্থান পাওয়া পূর্ণ মন্ত্রীর তালিকায় রয়েছেন- আ. ক. ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান, ডা. দীপু মনি, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, হাছান মাহমুদ, আবদুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আবদুস সালাম, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, ইয়াফেস ওসমান, ড. সামন্ত লাল সেন।
প্রতিমন্ত্রী ১১ জন
প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছেন- বেগম সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মো. আলী আরাফাত, মহিবুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম।
বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেন। বিজয়ী দলের নেতা জাতীয় সংসদের নেতা নির্বাচিত হন বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী। এদিন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি।
এর আগে ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করে। নির্বাচনে জাতীয় পার্টি ১১টি, স্বতন্ত্ররা ৬২টি আসনে জয়ী হন।
এছাড়া ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে।