অগ্রসর রিপোর্ট: গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশে বিভিন্ন থানা ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
অনেক থানা থেকে অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় উচ্ছৃঙ্খল জনতা। সেসব অস্ত্র উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত লুট হওয়া তিন হাজার ৩০৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গুলি উদ্ধার করা হয়েছে দুই লাখ ৫০ হাজার ৯৭৪ রাউন্ড। এছাড়া ২১ হাজার ৩৯৫টি টিয়ার শেল এবং ১ হাজার ৯৩৯ টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এআইজি ইনামুল হক সাগর জানান, সম্প্রতি পুলিশের বিভিন্ন থানা/ইউনিট/ডিউটি স্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটেছে। কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।