স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৬৮ বছরের বন্দীদশা থেকে মুক্তির পর এবারই প্রথম বাংলাদেশের সঙ্গে মিশে যাওয়া লালমনিরহাট জেলার অভ্যন্তরে অবস্থিত সদ্য বিলুপ্ত ৫৯টি ছিটমহলের বাসিন্দারা মহান বিজয় দিবস পালন করেছে।লালমনিরহাট সদর উপজেলার অভ্যন্তরের সদ্য বিলুপ্ত ১৫২ নম্বর ভিতরকুটি (বাঁশপচাই) ছিটমহলে বুধবার গিয়ে দেখা যায়, বাঁশপচাই ঈদগাঁ মাঠে কাপড়ের তৈরি অস্থায়ী শহীদ মিনার বানিয়েছে তারা। জাতীয় সংগীত গাইতে গাইতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর তারা একটি র্যালি বের করে। সদ্য বিলুপ্ত ছিটমহলের আশপাশের স্থানীয় বাসিন্দারও বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রীতিভোজেরও আয়োজন করা হয়।
১৫২ নম্বর ভিতরকুটি (বাঁশপচাই) ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক সভাপতি হারুন-অর-রশীদের সভাপতিত্বে মহান বিজয়ের ৪৪ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মতিয়ার রহমান, কবি সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি, বিলুপ্ত ভিতরকুটি ছিটের স্নাতক প্রথম বর্ষ পড়ুয়া শিক্ষার্থী হাফেজা খাতুন ও রিনা খাতুন।
১৫২ নম্বর ভিতরকুটি (বাঁশপচাই) ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক সভাপতি হারুন-অর-রশীদের সভাপতিত্বে মহান বিজয়ের ৪৪ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মতিয়ার রহমান, কবি সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি, বিলুপ্ত ভিতরকুটি ছিটের স্নাতক প্রথম বর্ষ পড়ুয়া শিক্ষার্থী হাফেজা খাতুন ও রিনা খাতুন।
এদিকে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার অভ্যন্তরে অবস্থিত বিলুপ্ত ছিটমহলগুলোতেও মহান বিজয় দিবসের কর্মসূচি পালিত হয়েছে।