ফাইল ফটো
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বাংকের রিজার্ভ চুরি হওয়া টাকার সবই ফেরত পাওয়া যাবে। চুরি হওয়া টাকা কোনো ব্যাংকের সম্পদ হতে পারে না। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির টাকা ফেরত দিতে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় সহায়তা দেবে ফিলিপাইন সরকার। ফিলিপাইন সরকার রিজার্ভ চুরির বিষয়ে দুটি মামলা করেছে। এ মামলা এখনও চলছে। উচ্চ আদালতের রায়ে সেখানে বাংলাদেশ ব্যাংকের বিজার্ভের ২৯ মিলিয়ন ডলার ফ্রিজ করা হয়েছে। এ টাকাও বাংলাদেশ পাবে। তবে এজন্য অপেক্ষা করতে হবে।’
তিনি আরও জানান, এ মামলা পরিচালনার জন্য বাংলাদেশের কাছ থেকে ফিলিপাইন কোনো ডকুমেন্টও চায়নি।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফেরত পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে আইনমন্ত্রী আনিসুল হকও ফিলিপাইন গিয়েছিলেন।